নিউমার্কেটে ইপিআরটিসি বাসে হামলা, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের নিউমার্কেট মোড় ছিল অপারেশন স্থল। এই অপারেশনের মূল উদ্দেশ্য ছিল আতঙ্ক সৃষ্টি করা, যাতে পাকবাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে যায়। এফ এফ-৯ এর কমান্ডার জিন্নাহ আহমেদ উল্লাহ, জাকারিয়া আহমেদ ও প্রবীর মিত্র এই অভিযান করেন। মুক্তিযোদ্ধারা সকালে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান নেন। সকাল ৭টা বাজলেও তাঁরা কোনো ইপি আর টিসি’র গাড়ি না দেখে হতাশ হয়ে অপেক্ষার পর, লাভ লেইন হতে ২টি গাড়ি আসতে দেখেন। মুক্তিবাহিনী রেডি হয় ও গাড়ি ২টি স্টেশন রোডে মুখ করে দাঁড়ানো মাত্রই গাড়ির দিকে লক্ষ্য করে গুলি চালান। সব যাত্রিকে নামিয়ে গাড়ি খালিও করা হয়। অতঃপর গাড়িতে বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অভিযানে মুক্তিযোদ্ধা জিন্নাহর গায়েও আগুন লেগে যায়, পড়ে তা নিভানো হয়। এদিকে পাকবাহিনী কোতোয়ালীর মোড়ে অবস্থান নিয়ে গুলি ছুড়তে থাকে, তবে মুক্তিযোদ্ধারা কৌশলে পাথারঘাটার দিকে চলে যান, অপারেশন সফল হয়।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত