নবীগঞ্জ বাজারে অপারেশন, নারায়ণগঞ্জ
সহকারী গ্রুপ কমান্ডার মোঃ নুরুজ্জামানের নির্দেশে ১১ জুন সকালে আজিজ (মগা) নামে এক মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ বন্দর থানার নবীগঞ্জ বাজারে রেকি করে কমান্ডারকে অবহিত করেন। রাজাকাররা নবীগঞ্জ বাজারে এসে নিরীহ লোকজনের টাকা-পয়সা জিনিসপত্র ছিনিয়ে নেয়। রাজাকারদের শায়েস্তা করার জন্য সকাল ১১টায় মোঃ নুরুজ্জামান অন্যান্য সহযোদ্ধা সাহাবুদ্দীন, দুলাল, গোলাম কাদির, বাবুল আজিজ, আলী আজগরশ সোনারগাঁ থানার কাইক্কারটেক থেকে হাঁটা পথে নবীগঞ্জ আসেন। আজিজ রাজাকারকে ঘটনাস্থলে দেখা মাত্র কমান্ডারকে সংকেত দেন। সাথে সাথে নুরুজ্জামান ব্যাগ থেকে স্টেনগান বের করে রাজাকারের দিকে তাক করলে রাজাকার দাউদ দৌড় দেয়। ঐখানেই তাকে লক্ষ্য করে গুলি করে হত্যা করা হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত