You dont have javascript enabled! Please enable it! 1971.11.24 | নতুন মুরং পাড়ায় পাকবাহিনীর আক্রমণ প্রতিহত, বান্দারবান, পার্বত্য চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

নতুন মুরং পাড়ায় পাকবাহিনীর আক্রমণ প্রতিহত, বান্দারবান, পার্বত্য চট্টগ্রাম

মুরং পাড়ার অবস্থান ছিল পার্বত্য চট্টগ্রাম জেলার বান্দরবান এলাকায়। মুরং পাড়া ছিল আদিবাসী অঞ্চল। ঈদগাঁও এলাকায় সফল অভিযানের পর পাকবাহিনী মুরং পাড়ায় মুক্তিযোদ্ধাদের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে। পাকবাহিনীর আক্রমণ শুরু হয় ২৪ নভেম্বরের দিকে, মুক্তিযোদ্ধারা পশ্চিম দিকের (মুরংপাড়া মুক্তিযোদ্ধা ক্যাম্পের) অবজারবেশন পোস্টে পরিমল বাবু, নুরুল ইসলাম ও সিরাজুল হককে পাহারা দিতে দেন। ভোরবেলা তারা হঠাৎ পাকসেনাদের আগমন ঘটনা টের পান। সময় কম থাকায় মুক্তিযোদ্ধা সিরাজুল হক সবাইকে সতর্ক করার জন্য রিভালবারের গুলি ছুঁড়েন। সবাই সতর্ক হন। দ্রুত বাংকার গুলিতে অবস্থান নেন সবাই। মুক্তিযোদ্ধারা ছিল পাহাড়ের উপর তাই সুবিধাটা ছিল তাদের। ২৫ তারিখ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উভয় পক্ষে গোলাগুলি চলে। এদিকে মুক্তিযোদ্ধাদের গোলাবারুদ শেষ দিকে চলে আসে। মুক্তিযোদ্ধারা ৫০০ গজ দূরে পূর্ব দিকের পাহাড়ে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। (মুক্তিযোদ্ধা নেতা হাবিলদার সওবহানের আদেশে।) এক পর্যায়ে পাকবাহিনীর মর্টার ও হেবি মেশিনগানের গোলাবর্ষণের সহায়তায় ক্যাম্পে উঠে আসে। ক্যাম্পে এসে তারা মুক্তিযোদ্ধাদের না পেয়ে ক্রোধে মুরং পাড়ার আদিবাসীদের হত্যা করে ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। ফলে কৌশলে মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর অপারেশনকে প্রতিহত করে।
[৫৯৭] কে.এম.আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত