You dont have javascript enabled! Please enable it! 1971.11.24 | ধোপাঘাট আক্রমণ, গফরগাঁও - সংগ্রামের নোটবুক

ধোপাঘাট আক্রমণ, গফরগাঁও

ধোপাঘাট এলাকাটি ময়মনসিংহের গফরগাঁও থানায় অবস্থিত। সড়ক থেকে যোগাযোগ অনুন্নত হওয়ার কারণে ১৯৭১ সালে এটি ছিল একটি প্রত্যন্ত অঞ্চল। এই গ্রামের উপর দিয়ে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ রেল লাইন। পাকবাহিনী রেল ইঞ্জিনে করে এই পথে প্রায়ই টহল দিত। গফরগাঁও থানা সদরে রাজাকার বাহিনীর অবস্থান ছিল।
২৪ নভেম্বর ধোপাঘাট এলাকায় মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা টহলদার পাকবাহিনীর উপর অতর্কিত আক্রমণ চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।
এই যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা হলেন-আব্দুল হালিম, আহম্মদ, আব্দুল কুদ্দুছ, আবদুল লতিফ, মোজাফফার আলী, শামছুল হক, ফজলুল হক বেগ, আমির হামজা প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত