নকশাল প্রতিরোধ, পাবনা
আগস্টের প্রথমেই কয়াতে মুক্তিযোদ্ধারা হিন্দু অধ্যুষিত রাধার গ্রামের পরিত্যাক্ত এক বাড়িতে শান্তি কমিটির সভাপতি রমজান আলীর বাড়িতে আক্রমণের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনা এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণের জন্য একটি গোপন মিটিংয়ের আহ্বান করেন। এতে নকশালরাও উপস্থিত ছিল। এখানে অতিশয় কৌশলে নকশাল প্রধান আয়ুব মালিথাকে গ্রেফতার করা হয় এবং সম্পূর্ণ দলটিকে নিরস্ত্র করে ফেলা হয়। আয়ুব মালিথা ও লাঠা মোল্লাকে গুলি করে গড়াইয়ে ভাসিয়ে দেয়া হয়। এলাকাবাসী নকশালদের হাত থেকে মুক্তি পায়। এছাড়া নকশালদের আরেকটি দল পাবনার চর এলাকা থেকে শিলাইদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অত্যাচার-নির্যাতন চালাতো। থানা কমান্ডারের নির্দেশনায় মীর শহিদুল হক আন্টুর (মধুপুরে) নেতৃত্বে ৩৭ জনের একটি দল পাবনার ভোলার চরে তাদের সাথে প্রচণ্ড সংঘর্ষে সফলতা লাভ করে। পড়ে আর কোথাও নকশালদের তৎপরতা দেখা যায়নি।
[১২] এ.টি.এম.যায়েদ হোসেন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত