You dont have javascript enabled! Please enable it! 1971.11.17 | নগরকান্দা খেয়াঘাটে পাকসেনাদের সঙ্গে যুদ্ধ, ফরিদপুর - সংগ্রামের নোটবুক

নগরকান্দা খেয়াঘাটে পাকসেনাদের সঙ্গে যুদ্ধ, ফরিদপুর

১৭ নভেম্বর ২৫/৩০ জন পাকসেনা তার আগের রাতে ফরিদপুরের নগরকান্দা থানায় অবস্থান করে। তাদের সঙ্গে ছিল আলবদর কমান্ডার মওলানা আবুল কালাম আজাদ বাচ্চু। মুক্তিযোদ্ধারা খেয়াঘাটের অদূরে ঠাকুরদাস বাড়ির কাছে বাঙ্কার করে অ্যামবুশে থাকে। সকালে পাকসেনারা খেয়া নৌকার ওপরে উঠলে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। মুক্তিযোদ্ধাদের নিক্ষিপ্ত গুলি লক্ষ্যচ্যুত হতে থাকায় তারা খেয়া ঘুরিয়ে কূলে ভিড়তে সমর্থ হলো। মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াল পাকসেনাদের একাংশ যারা পিছনে ছিল। পেছনে অবস্থানকারী পাকসেনারা গুলি করতে করতে মুক্তিযোদ্ধাদের দিকে অগ্রসর হলো এবং পরে খেয়া থেকে নেমে অপর পাকসেনারাও যোগ দিল। পাকসেনাদের তীব্র আক্রমণের মুখে মুক্তিযোদ্ধারা পিছু হটে এবং বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় বারিক হাবিলদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের পেছনে অবস্থানরত গ্রুপটি গুলি করতে করতে এগিয়ে এলো কিন্ত তারা সংখ্যায় ছিল খুবই কম মাত্র ৫/৬ জন। এ অবস্থায় হাবিলদার আবদুল বারেক স্টেন হাতে সাহসিকতার সঙ্গে লড়াই করতে করতে শাহাদত বরণ করেন।
[১৫] আবু সাঈদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত