You dont have javascript enabled! Please enable it!

৮ এপ্রিল ১৯৭১ঃ পাকিস্তান সরকারের প্রতিবাদ

পাকিস্তান আজ ভারতের হাই কমিশনার বিকে আচার্যকে পররাষ্ট্র দপ্তরে তলব করে পূর্ব পাকিস্তানে ভারতীয় অনুপ্রবেশ এবং ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হওয়া অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। আর এটা যদি না করা হয় ঝুকি অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের উপর বর্তাবে। এছাড়াও হিংসাত্মক ও বিদ্বেষ মুলক প্রচারনাও বন্ধের দাবী জানিয়েছে। পাকিস্তান সরকার বলেছে অনুপ্রবেশ কারীরা মানবিক সহায়তার নাম করে অস্র গোলাবারুদ সরবরাহ করছে। এ বিষয় এখন আর গোপন নয় ভারতীয় প্রচার মাধ্যম তা ফলাও করে প্রচার করা হয়েছে। উল্লেখ্য যে ইন্ডিয়ান এক্সপ্রেস এর সাংবাদিক পূর্ব পাকিস্তানের ভিতরে ১০০ কিমি ভ্রমন করেছেন বলে দাবী করা হয়।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস রিলিজে বলা হয় বিমান বাহিনী শহরের কোথাও নাপাম বোমা ফেলেনি এবং জনবসতির উপর বোমা হামলা করেনি যে সকল বোমা হামলা হচ্ছে তা হল প্রতিবন্ধকতা সমুহ অপসারনের কাজে।