ধলইরগাঁও যুদ্ধ, সিলেট
চট্টগ্রামের একটি গ্রামের ধলইর গাঁও। কোম্পানি কমান্ডার মাহবুবুল হকের নেতৃত্বে ১৪০ জন যোদ্ধা দিয়ে পাকিস্তানীর বিরুদ্ধে একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়। নভেম্বর মাসে ভোর পাঁচটার দিকে পাকিস্তানী বাহিনী এই প্রতিরোধ ব্যবস্থা ভেদ করে তিন দিক থেকে আক্রমণ করে।কিন্তু মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানীরা টিকতে না পারলেও এই যুদ্ধে নাম জানা সম্ভব হয়নি এমন ৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত