You dont have javascript enabled! Please enable it! 1971.04.08 | সেনাবাহিনীর বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচিয়েছে- কাজী আবদুল কাদের - সংগ্রামের নোটবুক

৮ এপ্রিল ১৯৭১ঃ কাজী আবদুল কাদের

মুসলিম লীগ নেতা ও আইউব সরকারে খাদ্য ও কৃষি মন্ত্রী কাজী আবদুল কাদের করাচীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব পাকিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সামরিক করতিপক্ষের সময়োচিত পদক্ষেপ এবং একই সাথে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ ইত্যাদি ব্যাপারে একটি কথা সন্দেহাতীত ভাবে প্রমানিত হয়েছে তা হল শেখ মুজিব ও বে-আইনী ঘোষিত আওয়ামী লীগ পাকিস্তানের চরম শত্রু। তিনি সেনাবাহিনীর সময়োচিত হস্তক্ষেপের প্রশংসা করে বলেন, তারা বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচিয়েছে।  শেখ মুজিবের গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব করার একটা সুযোগ হয়েছিল কিন্তু তিনি ভারতের সাথে প্রতিশ্রুতি বদ্ধ হওয়ায় তিনি সে পথে যাননি এবং তার রাজনীতি শুধু ওপারেই (পূর্বে) রেখেছিলেন। তিনি বলেন আমি নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ ভারতের নীল নকশার পথে যাচ্ছে এ মনোভাব যদি জনগন জানত তাহলে জনগন আওয়ামী লীগকে ভোট দিত না।