দেবিদ্বার যুদ্ধ, কুমিল্লা
২১ মে কুমিল্লার কাছে দু’জন মুক্তিযোদ্ধা জামাল ও খোকন একটি এন্টি ট্যাংক মাইন পুঁতে পাকবাহিনীর সৈন্যবাহী একটি ট্রাক উড়িয়ে দেয়। গেরিলাদের আর একটি দল দেবিদ্বারে পাকদের ওপর আক্রমণ চালিয়ে তাঁদের ব্যতিব্যস্ত করে রাখে। ২১ মে তারা দেবিদ্বার থানা আক্রমণ করে ছ’জন দালাল পুলিশকে নিহত করে। একই দিনে কুমিল্লার দক্ষিণে গৌরীপুরে গেরিলারা পাকসেনাদের উপর আক্রমণ চালায়। এ আক্রমণে পাকসেনাদের ৯ জন সৈন্য নিহত হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত