You dont have javascript enabled! Please enable it! 1971.11.15 | দুরছড়ি বাজারে অভিযান, পার্বত্য চট্টগ্রাম - সংগ্রামের নোটবুক

দুরছড়ি বাজারে অভিযান, পার্বত্য চট্টগ্রাম

পার্বত্য চট্টগ্রামের কাচালং নদীর পশ্চিম পার্শ্বে দুরছড়ি বাজার অবস্থিত। দুরছড়ি বাজার ও পার্শ্ববর্তী এলাকা পাকবাহিনীর নিয়ন্ত্রণে ছিল। ১৫ নভেম্বর ১ নং সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের নেতৃত্বে অজ্ঞজয় চাকমা ও নুরুন্নবী চৌধুরীর নেতৃত্বে মেজর মালহোত্রা, মেজর এফ এম মান (মিত্রবাহিনীর) বিনা বাধায় বাঘাইছড়ি সদর পৌঁছান। ১৮ নভেম্বর আনুমানিক ভোর ৬টায় ১৫০ জনের মতো মুক্তিযোদ্ধা নিয়ে দুরছড়ি বাজারে ২ দলে বিভক্ত হয়ে অবস্থান নেন। একদল বাজারের পশ্চিম পার্শ্বে অন্যদল উত্তর পার্শ্ব থেকে একযোগে আক্রমণ করেন। প্রায় দুই ঘন্টা প্রচণ্ড গোলাগুলি হয়। শক্রপক্ষ টিকতে না পেরে পিছু হটে আমতলি বাজারে অবস্থান নেয়। এই যুদ্ধে দুজন তিব্বতীয় সৈন্য ও স্থানীয় ৩ জন সাধারণ মানুষ নিহত হয়।
[৫৯৭] কে. এম. আহসন কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত