You dont have javascript enabled! Please enable it! 1971.03.29 | দাশুড়িয়ার যুদ্ধ, পাবনা - সংগ্রামের নোটবুক

দাশুড়িয়ার যুদ্ধ, পাবনা

দশুড়িয়া পাবনা জেলায় অবস্থিত। এই অঞ্চলের মুক্তিযাদ্ধোরা মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীকে প্রতিরাধে করার পরিকল্পনা করে। মুক্তিযাদ্ধোরা গােেয়ন্দা মারফত জানতে পারে যে, পাবনায় অবরুদ্ধ পাকসেনাদের উদ্ধারের জন্য রাজশাহী সেনানিবাস থেকে উদ্ধারকারী পাকসেনাদল দশুড়িয়া হয়ে পাবনা চলে গেছে এবং ২৯ মার্চ পাবনা থেকে পাকসেনারা মাধবপুর হয়ে দশুড়িয়া আসছে। ফলে মুক্তিযাদ্ধোরা পাকসেনাদের আক্রমণের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২৯ মার্চ সকাল থেকে যুদ্ধের জন্য দশুড়িয়া রাস্তার দুই পাশে স্কুল বাজার ও বাড়ী ঘরের আশেপাশে অ্যাম্বুশ অবস্থায় ছাত্র জনতা অবস্থান নেয় । মাধবপুর থেকে পাকসেনারা মেজর ইসলামের নেতৃত্বে আনুমানিক ৬ টার সময় দশুড়িয়া পৌছলে সাথে সাথে ছাত্র জনতা তাদের উপর আক্রমণ করে। এই যুদ্ধে তিনজন পাকসেনা নিহত হয় । তবে এই যুদ্ধে মুক্তিযাদ্ধোদের হতাহত হওয়ার কোনাে সংবাদ পাওয়া যায়নি।
[৫৯৭] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত