তৈলার দীপে পাকসেনা ও রাজাকারদের আক্রমণ প্রতিহত, চট্টগ্রাম
তৈলার দ্বীপ হলো আনোয়ারা থানার অন্তর্গত শঙ্খনদীর তিরে অবস্থিত একটি গ্রাম। এখানে মুক্তিযোদ্ধাদের একটি বেস ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধাদের ৩৬ নং গ্রুপের কমান্ডার কাজী মোঃ ইদ্রিস জুন মাসে ট্রেনিং নিয়ে ৯ জন সহযোগী সহ তৈলার দ্বীপে আসেন। এছাড়া ইপিআর সুবেদার আব্দুল লতিফ ও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাবিলদার মদন আলী সহ মোট ৪৯ জন মুক্তিযোদ্ধা পাকসেনাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সংগঠিত হন। অতঃপর ৫০ জন পাকসেনা ও ১২৫ জন রাজাকার তৈলার দ্বীপের কাছে এসে গুলিবর্ষণ করতে থাকে এবং শঙ্খ নদী পার হয়ে বাঁশখালী যেতে উদ্যত হয়। এই সুযোগে মুক্তিযোদ্ধারা নদীর ওপারে পাহাড়ি এলাকায় গিয়ে গেরিলা কায়দায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু পাকসেনারা নদী পাড়ি না দেওয়ায় মুখোমুখি আর সংঘর্ষ হয়নি।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত