You dont have javascript enabled! Please enable it! দত্তেরগাঁও পাকসেনাদের অভিযান, নরসিংদী - সংগ্রামের নোটবুক

দত্তেরগাঁও পাকসেনাদের অভিযান, নরসিংদী

মে মাসে পাকিস্তানী বাহিনী শিবপুরের গ্রামাঞ্চলে মুক্তিযোদ্ধাদের ধাওয়া করার কর্মসূচী নেয়। পাহাড় এলাকার ভৌগোলিক এবং অবস্থানগত কারণে খুব একটা সুবিধা সেখানে করতে না পারলেও পশ্চিমাঞ্চলে তারা অভিযান অব্যাহত রাখে। তাদের এ কাজে গোপনে খবরাখবর দিয়ে সাহায্য করত জামাতে ইসলাম ও মুসলিম লীগের পাণ্ডারা। ঝিনুক খান তখন তার দলবল নিয়ে এই অঞ্চলে। তার নাম তখন পাঞ্জাবিদের লিস্টে। তারা তাকে এবং তার দলকে খুঁজতে গিয়ে দত্তেরগাঁও, খড়িয়া-এসব গ্রামে বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে দেয় এবং নিরীহ মানুষের ওপর অকথ্য অত্যাচার চালায়। কিন্তু হাইকমান্ডের নির্দেশ ছিল-সমতল এই ভূমিতে অপরিপক্ব কোনো আক্রমণ জনসাধারণের জন্য অধিকতর কষ্ট ও মেসাকার ডেনে আনবে। অতএব তাদের খোঁচা দিয়ে মুক্তিবাহিনীর অস্তিত্ব টের পেতে দেয়া যাবে না।
[১২৭] সিরাজ উদ্দীন সাথী

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত