তিল্লীর যুদ্ধ, মানিকগঞ্জ
১৯৭১ সালের ১৯ অক্টোবর বাতেন বাহিনীর মুক্তিযোদ্ধারা তাদের কমান্ডারের নির্দেশে তিল্লী গ্রামসহ মানিকগঞ্জ এলাকার গ্রামগুলোতে অবস্থান নেয়। তাদের এ অবস্থানের কথা জানতে পেরে পাকসেনারা ২০ অক্টোবর ভোর ৪-৩০ মিনিটে অতর্কিতে বাতেন বাহিনীর মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ চালায়। জবাবে বাতেনবাহিনীর মুক্তিযোদ্ধারাও পাকবাহিনীর উপর পাল্টা আক্রমণ চালায়। ফলে মুক্তিযোদ্ধাদের পরাস্ত করতে না পেরে পাকসেনারা দ্রুত পিছু হটে যায়।
[৫৯৪] তানজিলা তাওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত