ঢাকা-নারায়নগঞ্জ সড়কে পাকসেনাদের ওপর আক্রমণ
ঢাকা-নারায়নগঞ্জ সড়ক ধরে পাকসেনাদের ১৬ ডিসেম্বর ঢাকায় ফেরার সংবাদ পাওয়া মাত্র মুক্তিযোদ্ধারা বুড়িগঙ্গা নদীর ওপার থেকে কাউটাইল ( কেরানিগঞ্জ) নামক স্থানে অবস্থান নেন। পাকসেনাদের দেখামাত্র তাদের ওপর গুলিবর্ষণ শুরু করেন। কনক কুমার দাস, আমিনুল ইসলাম, এম এ গনি, অরুন কুমার দাস, এ কে এম ফজলুল হক, ছানা রায়, শফি, মোহাম্মদ আলী, হাবিবুর রহমান, আব্দুল আওয়াল, ফিকির আলী দেওয়ান, আব্দুল মান্নানসহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধা এই অপারেশনে অংশ নেন। মুক্তিযোদ্ধারা নদীর পাড় থেকে ওদের লক্ষ্য করে গুলি ছুড়লে পাকসেনারা রাস্তার পশ্চিম অংশে পজিশন নিয়ে গুলি করতে থাকে। মুক্তিযোদ্ধাদের গুলিতে ২/৩ জন পাকসেনা গুলিবিদ্ধ হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত