You dont have javascript enabled! Please enable it! তলমা ব্রিজ ধ্বংস, পঞ্চগড় - সংগ্রামের নোটবুক

তলমা ব্রিজ ধ্বংস, পঞ্চগড়

পঞ্চগড়ের সদর থানার উত্তর-পূর্বে-তলমা ব্রিজ। মুক্তিযোদ্ধের এ ব্রিজ ধ্বংসের পরিকল্পনা করে। পঞ্চগড় শহরের প্রায় উপকন্ঠে এই ব্রিজের অবস্থান। পঞ্চগড় থেকে বেরিয়ে শক্রপক্ষকে ভেতরগড়, হাঁড়িভাসা গলেয়া এলাকায় যেতে হয় এই ব্রিজ পার হয়েই। তাই মুক্তিযোদ্ধারা এই ব্রিজটিকে ধ্বংস করে শক্রর চলাফেরায় বিঘ্ন ঘটানোর পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ব্রিজ ধ্বংস বাস্তবায়নের জন্য প্রথমে রেকি করার প্রয়োজন হয়ে পড়ে। রেকির জন্য নিয়োগ করা হয় মাহবুবুল আলম, গোলাম গাউস ও মতিয়ার নামক তিনজন মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের প্রায় ১০-১২ মেইল ভেতর তলমা ব্রিজের অবস্থান, যা শক্রকবলিত এলাকা। জুলাইয়ের প্রথম দিকের ঘটনা। তিনজন মুক্তিযোদ্ধা ও গাইড মকতু মিয়া তলমা ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছে। তারা এক বাড়িতে বিশ্রাম নিয়ে মূল পরিকল্পনা তলমা ব্রিজ ধ্বংস করার কাজ বাস্তবায়নের জন্য চুড়ান্ত সিদ্ধান্ত নেয়। আশ্রয়স্থল থেকে তিনশ গজ দূরেই তলমা ব্রিজ। রাত ১২টা। তিনজন মুক্তিযোদ্ধা ব্রিজের নিকট গিয়ে কাউকে পাহারায় না পেয়ে এক্সপ্লোসিভ দিয়ে ব্রিজটিকে ধ্বংস করে দেয়। এরপর মুক্তিযোদ্ধারা নিজ আশ্রয়স্থলে নিরাপদে ফেরত আসে।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত