You dont have javascript enabled! Please enable it! 1971.09.27 | ডালিমপুরে পাকবহরে হামলা, নবাবগঞ্জ - সংগ্রামের নোটবুক

ডালিমপুরে পাকবহরে হামলা, নবাবগঞ্জ

১৯৭১ সালের ২৭ সেপ্টেম্বর বেলা ১টার সময় পাকবাহিনীর এক কোম্পানি সৈন্য ঢাকা জেলা সদর থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত নবাবগঞ্জ থানার অধীন ডালিমপুরে তাদের অগ্রবর্তী অবস্থানে যাচ্ছিল; সেসময় মুক্তিবাহিনীর ৫০ জনের একটি গেরিলা দল পাকবাহিনীর উপর প্রচন্ড আক্রমণ করে এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতিসহ অগ্রযাত্রা রোধ করে দেয়। বেসামরিক সূত্র থেকে জানা যায় যে, ঐ সংঘর্ষে একজন ক্যাপ্টেনসহ ৩৫ জনের মত পাকসৈন্য মারা যায়। এরপার গেরিলারা নবাবগঞ্জ থানার শক্র ক্যাম্প আক্রমণ করে ১২ জন সৈন্য হত্যা করে এবং ১ টি এলএমজি, ৩টি স্টেনগান, ১২টি ৩০৩ রাইফেলসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত