You dont have javascript enabled! Please enable it! 1971.11.14 | টঙ্গীবাড়ি থানা ক্যাম্প দখল, মুন্সিগঞ্জ - সংগ্রামের নোটবুক

টঙ্গীবাড়ি থানা ক্যাম্প দখল, মুন্সিগঞ্জ

টঙ্গীবাড়ি থানা মুক্তিবাহিনী আক্রমণ করে ১৪ নভেম্বর। এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা বলেন “১৪ নভেম্বর শাহজালাল শিকদারের আমন্ত্রণে চাঙ্গুরী দত্ত বাড়িতে যাই সেখানে শরাফত হোসেন রতন, এডভোকেট শহিদুল আলম সাইদ ও শাহজাহানের সাথে দেখা। ঠিক ক্রলাম আজ রাতেই টঙ্গীবাড়ি থানা আক্রমণ করব। থানা কামান্ডার সামছুল হকের কাছে খবর পাঠানো হল। গার্লস স্কুলের পশ্চিমে আমি আমার গ্রুপ নিয়ে অবস্থান করব, শাহজাহান থানার পূর্বদিকে শরাফত হোসেন রতন ও এডভোকেট শহিদুল আলম সাইদ থানার উত্তরে, কমান্ডার সামছুল হক বাজারের দক্ষিণে অবস্থান করবে। প্রথম ফায়ার করবে রতনদা। যথাসময়ে রতনদা ফায়ার করল। আমরাও ফায়ার করতে লাগলাম। কয়েক রাউন্ড ফায়ার করার সঙ্গে সঙ্গেই থানা থেকে আত্মসমর্পণের ঘোষণা শুনতে পেলাম। আমরা থানায় ঢুকলাম। ইপিআর পুলিশদের আত্মসমর্পণের মাধ্যমে আমাদের টঙ্গীবাড়ি থানা দখলমুক্ত হল। বিবিসি থেকে টঙ্গীবাড়ি থানা দখলমুক্ত করার সংবাদ পরিবেশন করা হয়।
[৮৮] মোঃ জয়নাল আবেদিন

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত