টুকের বাজার যুদ্ধ, সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর ইউনিয়নের একটি বাজারের নাম হলো টুকের বাজার। মেজর মীর শওকত আলীর নেতৃত্বাধীন ৫ নম্বর সেক্টরের প্রায় দুইশত মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত হয় এই যুদ্ধ। পাকিস্তানী সেনাবাহিনী দালালদের খবরের ভিত্তিতে টুকের বাজার মুক্তিবাহিনীর ক্যাম্প ধ্বংস করার জন্য নৌকা যোগে যাত্রা শুরু করে। পাকিস্তানী সেনাদের সহযোগীতা করতে বড় ভূমিকা রাখে তেলিখালের আতাউর রহমান ও তার সাথীরা। ঠিক বারোটার দিকে ধলই নদী পার হয়ে বাজারে উঠতে চেষ্টা করলেই মুক্তিযোদ্ধারা তাদের উপর আক্রমণ শুরু করে। ফলে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে নদীর উভয় তীর থেকে ঘেরাও করে ফেলে পাকিস্তানী সেনাদের মুক্তিযোদ্ধারা। অবশেষে মুক্তিযোদ্ধাদের এই আক্রমণ প্রতিরোধ করার শক্তি না থাকায় পাকিস্তানী সৌন্যরা পালিয়ে যায় আর বেশ কিছু সংখ্যক সৈন্য মারা যায়। এভাবে এই যুদ্ধটি মুক্তিযোদ্ধারা সফলভাবে শেষ করে।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ সপ্তম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত