You dont have javascript enabled! Please enable it! জেনারেল জামশেদ ও উইং-এর কমান্ডারদেরকে ধর্ষণ, নির্যাতন, গুম, লুটপাটসহ যুদ্ধাপরাধ - সংগ্রামের নোটবুক

জামশেদ, মেজর জেনারেল
ডীজি, ইপিসিএএফ

মেজর জেনারেল জামশেদ ছিল ইপিসিএএফ-এর ডাইরেক্টর জেনারেল। তাকে কেন্দ্র রক্ষার দায়িত্ব দেয়া হয়। সে দেশব্যাপি ইপিসিএএফ-এর উইং, রেঞ্জার, রাজাকার ও পুলিশ বাহিনির পরিচালকের দায়িত্বে ছিল। সুতরাং এই বাহিনীগুলো সমগ্র দেশে যে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ, লুটপাট, ধ্বংসযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ ঘটায় তাঁর দায় অনিবার্যভাবে মেজর জেনারেল জামশেদের উপর বার্তায়। ঢাকায় ছিল ১৩ ও ১৬ উইং, চট্টগ্রামে ২, ১১ ও ১৪ উইং, কুমিল্লায় ১,৩,১২ উইং রাজশাহীতে ৬ ও ৭ উইং, রংপুর ও দিনাজপুরে ৮,৯অ১০ উইং লালমনিরহাটে ১০ উইং, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৯ উইং, নওগায় ৬ উইং, খুলনা ও বাগেরহাটে ৫ উইং এবং চুয়াডাঙ্গায় ছিল ৪উইং। উপরোক্ত উইং-এর কমান্ডাররা জেনারেল জামশেদের নির্দেশে সেসব অঞ্চলের গণহত্যাসমূহ সংঘটিত করে। জেনারেল জামশেদ ও এই সকল উইং-এর কমান্ডারদেরকে ধর্ষণ, নির্যাতন, গুম, লুটপাটসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য অভিজুক্ত করা যায়।
[১৪] ডা. এম. এ. হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত