You dont have javascript enabled! Please enable it! 1971.05.26 | জং ক্যাপ্টেন, চৌদ্দগ্রাম, কুমিল্লা - সংগ্রামের নোটবুক

জং ক্যাপ্টেন, চৌদ্দগ্রাম, কুমিল্লা

অপরাদঃ পাকবাহিনী ২৬ মে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আক্রমণ করে নির্বিচারে হত্যা করে স্কুল শিক্ষক শফিকুর রহমান, আমির মিয়াসহ বহু সংখ্যক নিরীহ মানুষকে। জগন্নাথদীঘিতে পাকবাহিনীর শক্ত ঘাঁটির নেতৃত্বে ছিল ক্যাপ্টেন জং। তাঁর নেতৃত্বেই এ অঞ্চলে সকল ধরনের হত্যা নির্যাতন ও ধ্বংসযজ্ঞ পরিচালিত হয়। কুমিল্লার অন্যান্য অপারেশনেও সে অংশগ্রহণ করে। ক্যাপ্টেন জং এবং তাঁর সহযোগীরা কুমিল্লার চৌদ্দগ্রামে যে হত্যাকাণ্ড, ধ্বংসযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করে তাঁর জন্য তাদের অভিযুক্ত করা যায়।
[১৪] ডা. এম. এ হাসান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত