You dont have javascript enabled! Please enable it! ছনপাড়া ব্রিজ অপারেশন, নারায়ণগঞ্জ - সংগ্রামের নোটবুক

ছনপাড়া ব্রিজ অপারেশন, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ছনপাড়া ব্রিজ অপারেশন পূর্ব দিন রেকি করার জন্য মোঃ ওয়াজউদ্দীন ও ঢাকার মুক্তিযোদ্ধা শাহাজাহান দু’জনে মিলে তাঁতি সেজে ধুপতারা থেকে মাধবদী যাবার জন্য রিকশায় চড়েন। মাধবদীতে সেদিন ছিল বাবুর হাট। রাজাকার ও পাক আর্মির অবস্থানটা নির্দিষ্ট করার জন্য ছনপাড়া ব্রিজের সামনে গিয়ে আগেই রিক্সাওয়ালে (মুক্তিযোদ্ধা) রিকশার চেইন ফেলে দেয়ার নির্দেশ দিয়ে রাখেন। চেইন লাগাতে যে সময়টুকু লাগবে এরি ফাঁকে তারা শত্রুদের অবস্থান দেখে নেবেন। মোঃ ওয়াজউদ্দিনের কাছে ছিল ২টি গ্রেনেড ও একটি পিস্তল। শাহজাহানের গায়ে চাদরের নিচে ছিল একটি স্টেনগান। রিকশার চেইন পড়ে যাওয়াতে রাজাকারটি তাদের কাছে এসে জিজ্ঞাসাবাদ করে চলে যায়। পরদিন মাধবদী যাবার জন্য শাহজাহান একাই বাসে চড়েন। ঐ বাসেই একজন পাকসেনা ছনপাড়া থেকে বাসে চড়ে। শাহজাহান ঐ পাকসেনাএ ঘাড়ে ধরে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করে।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত