চারাবাড়িরযুদ্ধ টাঙ্গাইল
১৯ শে অক্টোবর টাঙ্গাইল সদর থানাধীন চারাবাড়ি অভিমুখে ঢাকা থেকে আগত পাকসেনাদের রসদ বহনকারী তিনটি নৌকা মুক্তিযোদ্ধারা আটক করে ৩৩০০ মন গম হস্তগত করে। এই গম প্রাপ্তিত মুক্তিবাহিনীর সদস্যদের আহারের সু-ব্যবস্থা করা সম্ভব হয়।
এই অভিযানে অংশগ্রহণ করে-কাদেরীয়া বাহিনীর মুক্তা মিয়া, নূরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত