You dont have javascript enabled! Please enable it! চট্টগ্রাম রেলস্টেশনে গ্রেনেড হামলা - সংগ্রামের নোটবুক

চট্টগ্রাম রেলস্টেশনে গ্রেনেড হামলা

এফ এফ গ্রুপ- ১৩৭ রেলস্টেশনে অভিযান করে। অক্টোবর মাসে মাগরিবের নামাজের পর, পরনে লুঙ্গি, গায়ে শার্ট দিয়ে-কামাল, নূর আহমদ সঙ্গে আরো ১ জন মুক্তিযোদ্ধা রেলস্টেশন রওনা হন। নূর আহমদ নিজ পিন খুলে সহযোগীদের হাতে গ্রেনেড তুলে দেন। তাঁরা ৩ জন একত্র স্টেশনের ভিতরে গ্রেনেড ছুড়ে মারেন, যদিও কাজটি ছিল অত্যন্ত কঠিন। এই অভিযান পরিচালনাকালে ধরা পড়ার সম্ভাবনা ছিল।

[৫৯৭] কে.এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত