চতুল অপারেশন, সিলেট
সিলেটের কানাইঘাট থানা থেকে ১০ কি. মি. উত্তর-পশ্চিমে কানাইঘাট দরবস্ত্র সরকে চতুল বাজাটটি অবস্থিত। এই যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধা জয়ন্ত কুমার সেনের নেতৃত্বে এক কোম্পানি মুক্তিযোদ্ধা। কোম্পানি অধিনায়ক ফারুক আহমেদ আক্রমণের নির্দেশ দিলে সাথে সাথে দেশপ্রেম উদ্ধুদ্ধ মুক্তিযোদ্ধারা এখানে অবস্থিত পাকিস্তানী বাহিনীর তত্ত্বাবধানে রাজাকার ক্যাম্পে আক্রমণ চালায়। পাল্টা আক্রমন করে রাজাকারেরা কিন্ত এক ঘণ্টার বেশি মুক্তিযোদ্ধাদের সামনে টিকতে পারেনি। উপায়ন্তর না দেখে পালাতে শুরু করে। পালাতে গিয়ে তিন জন রাজাকার ধরা পরে কিন্ত তাঁদের নাম জানা সম্ভব হয়নি। এভাবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়া মুক্তিযোদ্ধারা একটি বিরাট সাফল্য অর্জন করে।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত