ঘিওর থানা অভিযান, মানিকগঞ্জ
১৯৭১ সালের মে মাসের শেষের দিকে মুক্তিযুদ্ধে খন্দকার আব্দুল বাতেন তার বাহিনী নিয়ে মানিকগঞ্জ জেলাধীন ঘিওর থানায় অভিযান চালান ও ঘিওর থানা দখল করেন। ঘিওর থানা দখলের সময় আব্দুল বাতেন গেরিলা কৌশল অবলম্বন করেছিলেন ফলে কোন রক্তপাত ছাড়াই মুক্তিযোদ্ধারা ঘিওর থানা দখলে নিতে সক্ষম হন। এখানে প্রচুর অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বাতেন বাহিনীর হস্তগত হয়।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত