গোলাকান্দাইল সাওঘাট অপারেশন, নারায়ণগঞ্জ
আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সকাল ১০টায় আড়াইহাজার থানার গ্রুপ কমান্ডার আহসানউদ্দীন মোল্লার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বালিয়াপাড়া হতে নৌকাযোগে সাওঘাট ব্রিজের কাছে এম্বুশ করে পজিশন নেন। উদ্দেশ্য পাকআর্মিরা গাড়ি দেখা মাত্র অতর্কিত আক্রমণ করা। সহযোদ্ধারা ছিলেন ফারুক (পাচগাও), সিরাজ (সাতগ্রাম), শুক্কুর আলী (সাতগ্রাম), হাশেম (গোপালদি), বজলুল (কলাগাছিয়া), মোঃ রেজাউল করিম (উদয়দী)। পাকআর্মিরা নারায়ণগঞ্জের গোলাকান্দাইলের রাস্তা দিয়ে জিপে চড়ে যাবার সময় মুক্তিযোদ্ধারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পাক আর্মিরাও পাল্টা গুলি করে। আধ ঘন্টা পর্যন্ত পাকসেনাদের সঙ্গে গোলাগুলি হয়। পরে মুক্তিযোদ্ধারা পিছু হটে আসেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত