You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | গোয়ালন্দে তেলবাহী ফেরি ধ্বংস, ফরিদপুর - সংগ্রামের নোটবুক

গোয়ালন্দে তেলবাহী ফেরি ধ্বংস, ফরিদপুর

২৮ অক্টোবর গোয়ালন্দঘাটের সন্নিকটে তেলবাহী ফেরি মেঘনায় মাইন লাগিয়ে ডুবিয়ে দেয়া হয়। এই দুঃসাহসিক অপারেশনে অংশ নেন নৌকমান্ডো আবুল কাসেম ও মোহাম্মদ আলী। চরমাধবদিয়ার শফিউদ্দিন বিশ্বাসের বাড়ি হতে সন্ধ্যায় তারা মাইন নিয়ে গোয়ালন্দ ঘাটে পৌঁছান। তারা নদী সাঁতরিয়ে ফেরির গায়ে মাইন সেট করেন। তখন ঘাটে অবস্থানরত পাকসেনাদের গানবোট হতে সার্চলাইট দিয়ে ফোকাস করা হচ্ছিল। যখন আলো তাদের ওপর পড়ত তখন তারা ডুব দিতেন। এভাবে অতি সন্তপর্ণে তারা ফেরিতে মাইন সেট করেন। ফেরিটি বিস্ফোরণের কয়েক মিনিট আগে তারা পাড়ে উঠে নিরাপদে ফিরে আসতে সক্ষম হন। এ অপারেশনে বিভিন্নভাবে সহযোগিতা করে শহীদ সালাহউদ্দিন গ্রুপের কয়েকজন মুক্তিযোদ্ধা এবং বিভাগীর আবদুস রশীদ খান ও টার কিশোরী কন্যা হাসনা খান রানী।
[১৫] আবু সাঈদ খান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত