গোয়াইনঘাট থানা আক্রমণ, সিলেট
সিলেটের একটি থানা গোয়ানঘাট। যার অবস্থান সিলেট থেকে ৩২ মাইল উত্তরে গোয়াইন নদীর তীরে। পাকিস্তানী বাহিনীর অত্যাচারের সংবাদ শওকত আলীর মাধ্যমে শুনে জুলাই মাসের শেষের দিকে একটি অপারেশনের পরিকল্পনা করেন ক্যাম্প তত্ত্বাবধায়ক। সে অনুসারে মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিলদার মোশাররফ হোসেন এর নেতৃত্বে ৪০ জন মুক্তিযোদ্ধা অপারেশনের জন্য তৈরি হয়। জহির আলী, খলিলুর রহমান, হারিস আলী সহ আরো অনেকে। এরা পেছন দিক দিয়ে থানায় ঢুকতে গেলে সেন্ট্রি তাদের দেখে ফেলে। ফলে গুলিবর্ষণ করে। এর জবাবে পাকিস্তানী সেনারা গুলি ছোড়ে বৃষ্টির মতো করে। এই রকম গুলিবর্ষণের মদ্ধ দিয়েই এই তিন মুক্তিযোদ্ধা ওসির ঘর ভেঙে কুখ্যাত অসিকে নিয়ে চলে যান।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত