গোবনিয়া-হেনাপুনি ব্রিজ অপারেশন, চট্টগ্রাম
গোবনিয়া-হেনাপুনি ব্রিজটি মিরসরাই থানায় প্রায় ৫০০ গজ দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম রোডের উপর অবস্থত। ১-১১ জুলাই ১৯৭১ এ এই অপারেশন করে মুক্তিযোদ্ধারা। অপারেশনের জন্য ১৫ জন মুক্তিযোদ্ধা এক্সপ্লোসিভ ও অন্যান্য অস্ত্র ১টি এলএমজি, ২টি রাইফেল, ৪টি স্টেনগান, ২টি পিস্তল (সংকেত প্রদানের সিগন্যল পিস্তল) ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে অগ্রসর হন। ব্রিজের চার কোণে গার্ডারের পাশে গর্ত করে প্রতি গর্তে ৩০ পাউন্ড এক্সপ্লোসিভ স্থাপন করা হয়। ডেটোনেটর কর্ডের সাথে ‘পুল সুইচ’ এর সংযোগ দেওয়া হয়। রাত আনুমানিক তিনটায় কমান্ডার পুল সুইচ চেপে এক্সপ্লোসিভের বিস্ফোরণ ঘটান। অপারেশনটি সফল হয় কারণ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য ছিল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এই অপারেশনে কমান্ডার জাহাঙ্গীর, মোঃ লোকমান, শাহজাহান-১, শাহজাহান-২, সলিমুদ্দিন, মোঃ শফি, নূরুল ইসলাম সহ ১৫ জন অংশগ্রহণ করেন।
কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত