৭ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ- সৈয়দপুর
গতকাল থেকে পূর্ণ শক্তিতে পাক বাহিনী সৈয়দপুর ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ইপিআর এবং ৩ বেঙ্গলের বিভিন্ন অবস্থানে আক্রমন করে। তারা এ আক্রমনে প্রথম বারের মত ট্যাঙ্ক ব্যাবহার করে। আক্রমনে ইপিআর ও বেঙ্গলের বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। ইপিআর এর সুবেদার রবের দল খানসামা এবং একটি প্লাটুন দশ মাইলে অবস্থান জোরদার করে। নীলফামারীর ইপিআর গ্রুপটি পাকবাহিনীর কাছে পরাজিত হয়ে উত্তরে চলে যায়। সেখানে ইপিআর এর তিনজন নিহত হয় কয়েকজন আহত হয় এবং প্রচুর অস্র হারায়। সুবেদার হাফিজের দল দেবিগঞ্জ থেকে এসে খানসামায় অবস্থান নেয়। পাকবাহিনী এদিন ভাতগাও এ আক্রমন করে। এখানেও অনেক বাঙালি ইপিআর হতাহত হয়। ইপিআর এর এ অংশটি পরে পঞ্চগড় চলে যায়। ইপিআর এর একটি প্লাটুন কালুরঘাট থেকে লালমণিরহাট পর্যন্ত এলাকায় পাকবাহিনীর সহযোগী সশস্ত্র অবাঙালিদের উপর আক্রমণ চালিয়ে ২১ জনকে হত্যা করে।