গুল হাসান, জেনারেল
অপরাধঃ বিগ্রেডিয়ার ইকাবালুর রহমান শরীফ হামুদুর কমিশনের নিকট প্রদত্ত সাক্ষ্যে জানায় যে, জেনারেল গুল হাসান সৈন্যদেরকে জিজ্ঞেস করত, ‘তুমি কতজন বাঙালি মেরেছ? তার এই বক্তব্যের মধ্যে জাতগত বিদ্বেষের কারণে মানব হত্যার সাথে তার সংশ্লিষ্টার প্রমাণ রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে জাতগত নিধন, গণহত্যা, সামরিক লক্ষ্য হওয়া উচিত নয় এমন সব প্রতিষ্ঠান ও নিরীহ ব্যক্তিবর্গের নির্মূলে তার প্রত্যক্ষ অংশগ্রহন ছিল।
তাঁকে ও তার সহযোগীদের গণহত্যা, যুদ্ধপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিজুক্ত করা হয়।
[১৪] ডা. এম. এ হাসান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত