গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আক্রমণ, গাজীপুর
গাজীপুর শহরের প্রধান সড়কের উত্তর পাশে, জয়দেবপুর রেল্ক্রসিং থেকে ৫০০ মিটার পূর্ব দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত। গাজীপুরের এই ডিসি অফিসে পাকবাহিনী শক্তিশালী ক্যাম্প স্থাপন করে এবং ক্যাম্পটিকে রক্ষা করার জন্য দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে। পাকসেনারা জয়দেবপুরের বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের বিল্ডিংটিতে একটি পোস্ট স্থাপন। এই এলাকার মুক্তিযোদ্ধারা ডিসি অফিসের এই শক্তিশালী পাকসেনা ক্যাম্পটিতে বারংবার আক্রমণ পরিচালনা করেন কিন্তু পাকবাহিনীর দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থার কারণে তারা তেমন সুবিধা করতে পারে নি। অবশেষে ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের এই শক্তিশালী পাকসেনা ক্যাম্পটিকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে শহিদুল ইসলাম পাঠান ওঁ শহীদুল্লাহ বাচ্চু নিজ গ্রুপ নিয়ে একযোগে আক্রমণ করেন। উভয় পক্ষে ব্যাপক গুলি বিনিময় হয় ওঁ একপর্যায়ে গোলাবারুদ শেষ হয়ে যাওয়ার কারণে মুক্তিযোদ্ধারা পিছু হটতে থাকে। এসময় ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের বুলু নামের একজন সৈনিক গুরুতর ভাবে আহত হন এবং বদিউজ্জামান খোকন নামে একজন মুক্তিযোদ্ধা পাকবাহিনীর হাতে ধরা পড়েন ও পরে শহীদ হন। এরপরই থেকেই পাকবাহিনী এই সেনা ক্যাম্প থেকে তাদের অবস্থান আসতে আসতে গুটিয়ে নেয়।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত