You dont have javascript enabled! Please enable it!

কৈখালী, সুন্দরবন ক্যাম্প

লেফটেন্যান্ট সলিমুল্লাহর নেতৃত্বে কৈখালীতে সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তের সর্বশেষে স্থানে একটা অপারেশন ক্যাম্প স্থাপন করা হলে ওদিকে গানবোৎ আসা বন্ধ করে দেয়। সুন্দরবনের ভিতর কুখ্যাত ডাকাত পচাব্দী ফকির তাঁর বাহিনী ও অশ্ত্রসহ লে. সলিমুল্লার নিকট আত্নসমর্পণ করে এবং পরে তারা সলিমুল্লার নেতৃত্বে কৈখালী অপারেশন কাম্পের বাহিনী হিসাবে যুক্ত হয়ে বাহিনীর গানবোটের বিরুদ্ধে যুদ্ধ করে বেশ সফলতা লাভ করে।
[৩৬] ওবায়দুর রহমান মোস্তফা

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত