You dont have javascript enabled! Please enable it! কো-অপারেটিভ টেক্সটাইল মিলের টায়ার তৈরির কারখান ধ্বংস, নারায়ণগঞ্জ - সংগ্রামের নোটবুক

কো-অপারেটিভ টেক্সটাইল মিলের টায়ার তৈরির কারখান ধ্বংস, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর থানার ধামগড় ইউনিয়নের কো-অপারেটিভ টেক্সটাইল মিলের টায়ার তৈরি কারখানায় পাঞ্জাবিদের জিপের জন্য টায়ার তৈরি হত। মুক্তিযোদ্ধারা সংবাদ পান পাঞ্জাবিদের জিপের জন্য ত্রিশ হাজার টায়ার তৈরির নির্দেশ এসেছে। শোনা মাত্র, সিদ্ধিরগঞ্জ গ্রুপ কমান্ডার রহানউদ্দইন রেহানের নেতৃত্বে হযরত আলী, সুন্দর আলী, আব্দুর কাদের মেম্বার, আবদুল মজিদ, আব্দুর রশীদ (বড়), আব্দুর রশীদ (ছোট), আব্দুর সাত্তার প্রমুখ টেক্সটাইল মিলে এক্সপ্লোসিভ মাইন ফিট করে পাকসেনাদের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেন। আবদুল সাত্তার নামে এক মুক্তিযোদ্ধা পাঞ্জাবিদের গুলিতে আহত হন। মাইন বিস্ফোরিত হয়ে কারখানাটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত