কোর্ট বিল্ডিং, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের ঠিক মদ্ধস্থলে একটি পাহাড় শীর্ষে এই আদালত ভবনের অবস্থান। এটি কোর্ট বিল্ডিং বা কোর্ট হিল নামে পরিচিত। এই অভিযান আব্দুল্লাহ আল-হারুন ও আবু সৈয়দ সরদার পরিচালনা করেন। পরিকল্পনা অনুযায়ী কোর্ট অফিস চলার সময় সাধারণ বেশে তারা কোর্টে যান। এর মধ্যে হারুন দুটি বোমাকে ছাতার মধ্যে স্থাপন করে Time delay device সংযোগ করেন, সাথে এক কেজি প্লাস্টিক বিস্ফোরক দেয়া হয়। নির্দিষ্ট সময়ে বোমার বিস্ফোরণ ঘটে এবং আদালত ভবন কেঁপে ওঠে। অপারেশনের মূল উদ্দেশ্যে ছিল প্রাশসনিক কাজে ব্যাঘাত ঘটানো ও কার্যক্রম অচল করে দেওয়া।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত