কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অপারেশন, নারায়ণগঞ্জ
সেপ্টেম্বর মাসে গৌরাং নন্দী, মজিদ, ফারুক, ঝন্টু এই ৪ জন মুক্তিযোদ্ধা কুমুদিনী ওয়েলফেয়ার পাটের গুদামের পাটে আগুন লাগানোর সিদ্ধান্ত নিয়ে নারায়ণগঞ্জের খানপুরে পৌঁছেন। কুমুদিনী ওয়েলফেয়ার গেটের সামনে রাজাকারদের পাহারারত দেখে এক জায়গা থেকে কুলির বিড়া মাথায় দিয়ে, পান খেয়ে কুলি সেজে গেটের ভিতরে ঢুকে যান। গোডাউনের সামনে গিয়ে ফসফরাস গ্রেনেড মেরে পাটে আগুন ধরিয়ে দেন। এই অপারেশনের খবর “পূর্ব দেশ পত্রিকায়’ ’৭১ সালের সেপ্টেম্বর মাসে ছাপা হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত