৭ এপ্রিল ১৯৭১ঃ বাহিনী পুনর্গঠন ও প্রতিরোধ যুদ্ধ—সিলেট
সি আর দত্তের বাহিনীর আক্রমনে সমস্ত সিলেট জেলা মুক্তিবাহিনীর দখলে চলে আসে। পাকসেনারা সিলেট বিমান বন্দর ও লাক্কাতুরা চাবাগানের আশেপাশে একত্র হয়। এ বাহিনী নিয়ে এদের আক্রমন করা যাবে না বিধায় সি আর দত্ত অতিরিক্ত সৈন্য আনার জন্য মানিক চৌধুরী এবং জেনারেল রবের কাছে তাগিদ পাঠান। সি আর দত্তের বাহিনীর সাথে সফিউল্লাহ এর ক্যাপ্টেন আজিজের বাহিনীও যুদ্ধে ছিল। যুদ্ধে পাক বাহিনী তাদের খাদিম নগর ক্যান্টনমেন্ট এর দখল হারায়। পাক বাহিনী হেলিকপ্টারে করে সৈন্য প্রেরন করে তাদের শক্তি বৃদ্ধি করে। মৌলভীবাজারে অবস্থান করা মেজর সফিউল্লাহকে ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়ার জন্য ওসমানী নির্দেশ দেন।