You dont have javascript enabled! Please enable it! 1971.10.12 | কালিরবাজার যুদ্ধ, কুমিল্লা - সংগ্রামের নোটবুক

কালিরবাজার যুদ্ধ, কুমিল্লা

মুক্তিবাহিনী গেরিলারা কুমিল্লার কালিরবাজার গ্রামে পাকসেনাদের একটি হেডকোয়ার্টারের সন্ধান পায়। এই সংবাদ পেয়ে লেঃ ইমামুজ্জামান একটি ৭৫ এস এম আর আর মেশিনগান ও একটি হালকা মেশিনগান সহ একটি প্লাটুন সেখানে পাঠান। এই প্লাটুনটি পথ প্রদর্শকের সহায়তায় পাকসেনাদের হেডকোয়ার্টারের কাছে রাতে পৌঁছাতে সক্ষম হয়। ১২ অক্টোবর ভোর ৫ টায় মুক্তিবাহিনীর এই দলটি একটি বিল্ডিং-এ অবস্থিত দু’টি বাঙ্কার সম্পূর্ণ রূপে উড়িয়ে দেয়। এ অবস্থায় পাকসেনারা রকেট হামলার ফলে পালানোর চেষ্টা ক্রলে তাদের প্রতি মেশিনগানের সাহায্যে গুলি বর্ষণ করে ১২ জনকে নিহত ও ৪ জনকে আহত করা হয়। এরপর মুক্তিবাহিনীর দলটি নিরাপদে তাদের অবস্থানে ফিরে আসে। এই ঘটনার একদিন পর ১৩ অক্টোবর বগাবাড়ী ও জাজিশ্বরে আরেকটি আক্রমণে ৭জন পাকসেনা ও ৫ জন রাজাকার নিহত হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত