You dont have javascript enabled! Please enable it! 1971.07.22 | কালাচাঁদপুরের যুদ্ধ, মেহেরপুর - সংগ্রামের নোটবুক

কালাচাঁদপুরের যুদ্ধ, মেহেরপুর

২২ জুলাই কালাচাঁদপুরে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রবল লড়াই চলে। উভয়পক্ষে আধঘন্টা স্থায়ী গুলিবিনিময় হয়। একদল দুঃসাহসী মুক্তিযোদ্ধা এদিন গভীর রাতে মেহেরপুর পাওয়ার হাউসে আক্রমণ চালায়। এ দুটি খবরই ভারতীয় পত্রিকা ‘যুগান্তর’ এ অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছাপা হয়। ২৩ জুলাই ১৯৭১ সংখ্যায় লেখা হয়ঃ কুষ্টিয়া জেলার মেহেরপুরের কাছে কালাচাঁদপুরেও গতকাল পাকসেনাদের সঙ্গে মুক্তিফৌজ গেরিলাদের প্রচণ্ড গুলিবিনিময় হয়। সীমান্তের অপর প্রান্ত থেকে এখানে প্রাপ্ত খবর প্রকাশ, মুক্তিফৌজ গতরাত্রে কুষ্টিয়া জেলার মেহেরপুর পাওয়ার হাউসের ওপর আক্রমণ চালিয়ে উহার ট্রান্সফরমারটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।
[১০৩] রফিকুর রশীদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত