কাচপুর পাকআর্মির ক্যাম্প অপারেশন, নারায়ণগঞ্জ
নভেম্বভর মাসের ২৭/২৮ তারিখে এডভোকেট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আব্দুল মতিন, আব্দুর আউয়াল, মতিউর রহমান, জহিরুল ইসলাম, আব্দুল মালেক, ভিক্তিবাহিন্মির নজরুল ইসলাম, মীর বিল্লাল হোসেন রাত ৯টায় সাদিপুর মাদ্রাসা হতে পায়ে হেঁটে কাচপুরের ব্রিজের সামনে অবস্থান নেন। কাচপুরের ব্রিজের উত্তর পার্শ্বে একতলা ভবনে শীতলক্ষ্যা নদীর পূর্ব দিকে পাকসেনাদের ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধারা ঐ বাড়ির পূর্ব দিকে কাঁচা রাস্তায় পজিশন নিয়ে পাক আর্মির ক্যাম্পে আক্রমণ করেন। প্রায় ঘন্টাখানেক গোলাগুলির পর মুক্তি্যোদ্ধারা পিছু হটে আসেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত