কাগজীনগর গ্রামের অভিযান, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর থানার অন্তর্গত বালিটেকের দক্ষিণে কাগজীনগর গ্রাম অবস্থিত। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর এই কাগজীনগর গ্রামে গভীর রাতে মুজিব বাহিনী পাকসেনাদের উপর হামলা করে। অতর্কিত আক্রমনে পাকসেনারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং একজন পাকসেনা মুজিব বাহিনীর হাতে ধরা পড়ে। এ অপারেশনে যে সমস্ত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করে তারা হলেন- শাহাদাৎ হোসেন, সরোয়ার, ইকবাল হোসেন, আনিসুর রহমান, আনোয়ার প্রমুখ।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত