You dont have javascript enabled! Please enable it! কলাগাছিয়া নামক স্থানে মিনি কিন ও মিনি লেডি জাহাজ ধ্বংস, নারায়ণগঞ - সংগ্রামের নোটবুক

কলাগাছিয়া নামক স্থানে মিনি কিন ও মিনি লেডি জাহাজ ধ্বংস, নারায়ণগঞ

শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও মেঘনা নদীর সংগমস্থলে কলাগাছিয়া অবস্থিত। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে নৌ-কমান্ডো আবিদুর রহমান আবীদের নেতৃত্বে ১০ জন নৌ-কমান্ডো এমদাদুল হক, বাচ্চু মিয়া পাটোয়ারী, সাইদুর রহমান, আজহার হোসেন, শহীদউল্লাহ, মতিউর রহমান, হেদায়েত উল্লাহ, হাবিবুল হক খোকন, কালু কলাগাছিয়ে বিখ্যাত ধনাঢ্য ব্যক্তি জয়নাল মিয়ার বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে রাতে শীতলক্ষ্যা নদীতে নেমে কলাগাছিয়া নামক স্থানে মিনি কিন ও মিনি লেডি নামে দুটি জাহাজ মাইন লাগান। মাইন বাস্ট হলে জাহাজ দুটি ডুবে যায়। সে অনুযায়ী নৌ-কমান্ডোদের সঙ্গে বন্দরের মুক্তিযোদ্ধাদের আএই কথাবার্তা ঠিক করা থাকে যে তারা যখন অপারেশন করতে জাবে তখন মুক্তিযোদ্ধারা তাদের কভার দেবেন। তাদের কভার দেন মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন, কুতুব, মিলন, সামসুদ্দীন, দুলাল, গিয়াস (বন্দর), নেভাল এস কে আব্দুস সোবহান, সালাউদ্দীন তপু, লিয়াকত ও আইয়ুব আলী।
[১১০] রীতা ভৌমিক

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত