কলাগাছিয়া পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের কলাগাছিয়া নামক স্থানে মুক্তিযোদ্ধাদের স্থানীয় প্রশিক্ষণ দেবার জন্যে একটি প্রশিক্ষোণ শিবির খোলা হয়। এই সংবাদ পাকবাহিনীরা জানার পর তারা কলাগাছিয়া গ্রামবাসীর ওপর সকালবেলা অতর্কিত হামলা চালায়। নিরীহ গ্রামবাসীদের নির্বিচারে গুলি করে মারে এবং ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তড়িৎ গতিতে সংবাদটা মুক্তিযোদ্ধারা শোনা মাত্রই পাকবাহিনীর ওপর গেরিলারা আক্রমণ চালান। সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলে। এই যুদ্ধে বি এল এফ বাহিনীর গ্রুপ কমান্ডার আব্দুর রশীদ গ্রুপ, সাহাবুদ্দীন খান, নুরুল ইসলাম, স্বপনসহ আরো মুক্তিযোদ্ধা অংশ নেন।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত