ওয়াছনগর বাজার রাজাকার ক্যাম্প অভিযান, চট্টগ্রাম
২০/২৫ জনের একটি ক্যাপ্টেন করিমের নেতৃত্বে ওয়াছনগর রাজাকার ক্যাম্প অভিযান করার সিদ্ধান্ত নেন। অস্ত্রগুলো লুট করা ছিল প্রধান উদ্দেশ্য। মুক্তিযোদ্ধারা ৪ দলে বিভক্ত হয়ে বাজারের চারদিকে অবস্থান নেন। তবে রাজাকারগণ প্রতিরোধ না করে বাজারের মানুষের সাথে মিশে যান, কিন্তু মুক্তিযোদ্ধারা ৯ জনকে রাজাকার হিসেবে চিহ্নিত করতে সক্ষম হন ও তাঁদের বন্দি করেন।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত