কমলদহ রানীর দিঘির পাড়ে পাকসেনা কনভয় অভিযান, চট্টগ্রাম
কমলদহ রানীর দিঘির এলাকা ঢাকা-চট্টগ্রাম ট্রাংক রোডের দারোগার হাটের উত্তর দিকে অবস্থিত। পাশ দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উত্তর-দক্ষিণ হয়ে চলে গেছে। সেপ্টেম্বর মাস, প্রথম সপ্তাহে এই অপারেশন পরিচালিত হয়। সন্ধ্যা ৬ টায় কমান্ডার খুরশিদ রওশন উজ্জামান ভূঁইয়া, সিরাজুল ইসলাম, আব্দুল জলিল, নাসির ভূঁইয়া, নুরুল আলম নালার পাড়ে যান। ৩ জন নালার উত্তর পাড়ে ও ৩ জন নালার দক্ষিণ পাড়ে অবস্থান নেন। প্রত্যেকে হাতে ২টি করে গ্রেনেড ও উভয় গ্রুপের কাছে ১টি করে ৩০৩ রাইফেল ছিল। কমান্ডার খুরশিদের কাছে ১টি রিভলবার ছিল। মুক্তিযোদ্ধারা দক্ষিণ দিক থেকে পাকবাহিনী গাড়ি আসতে দেখে, কিন্তু মাত্র ২টা গাড়ি, অতএব পরে অ্যাকশন হবে সিদ্ধান্ত হয়, অপেক্ষার পরে প্রায় রাত তিনটার দিকে ৫টির মতো গাড়ি আসতে দেখা যায়। কমান্ডারের আদেশে প্রথম ২টা গাড়ি অতিক্রম করার সাথে সাথে ৪ টি গ্রেনেড শোনা যায়। ৩, ৪ ও ৫ নম্বর গাড়িতে গ্রেনেডগুলো বিস্ফোরিত হয়। অভিযান শেষে মুক্তিযোদ্ধারা নিরাপদ দূরত্বে চলে যান।
[৫৯৭] কে.এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত