এলাসিনে শত্রুর রসদ দখল, মানিকগঞ্জ
টাঙ্গাইল জেলা সদর থেকে দক্ষিণে মানিকগঞ্জ জেলার সীমান্ত দেলদোয়ার থানার অন্তর্গত ধলেশ্বরী নদীর তীরবর্তী একটি গ্রামের নাম এলাসিন। ১২ই অক্টোবর সকালে গোয়েন্দা সুত্রে খবর পাওয়া যায় যে, টাঙ্গাইল থেকে ৩০/৪০ রাজাকার ও মিলিশিয়ার খাবার ও অন্যান্য রসদ নিয়ে এলাসিন-নাগরপুর রাস্তা ধরে অগ্রসর হচ্ছে খবর পেয়ে কাদের সিদ্দিকী তাঁর দল নিয়ে এলাসিনের পথে ফাঁদ পেতে বসে থাকেন। ৫টি গরুর গাড়ি ও ৪ টি রিক্সায় শত্রুর সহচর, রাজাকার ও হানাদারদের একটি দল এগিয়ে আসতে থাকে। মুক্তিযোদ্ধাদের মধ্যে আসা মাত্র হঠাৎ আক্রমণে তিনজন রাজাকার নিহত ও এগার জন আহত হয়। বাকি রাজাকাররা ধরা পড়ে। নাগরপুর ঘাঁটির জন্য নিয়ে আসা সমস্ত রসদ মুক্তিবাহিনীর হাতে আসে। মুক্তিযোদ্ধা সবুর, সাইদুর, কাসেম ও রফিকসহ ২০ জনকে নিয়ে এই সফল অভিযান পরিচালিত হয়।
[৫৯৫] ফিরোজ খায়রুদ্দিন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত