ইন্দ্রপুল অভিযান, চট্টগ্রাম
ইন্দ্রপুল চট্টগ্রামের পটিয়া থানায় অবস্থিত। পটিয়াতে পাকসেনা ক্যাম্প ছিল ও তারা প্রায়াই আশেপাশের এলাকায় অত্যাচার করত। এখানে সৈনিকদের চলাচলের জন্য একটি ব্রিজ ছিল। ব্রিজটি উড়িয়ে দিয়ে বাধা সৃষ্টি করাই এই অভিযানের উদ্দেশ্য। নভেম্বর মাসের শেষ সপ্তাহে ২২ জুন মুক্তিযোদ্ধা অভিযান পরিচালনা করেন। তারা ৩ ভাগে ভাগ হয়ে যান। ৫ জনের ১ গ্রুপ প্রটেকশান দেওয়ার জন্য ব্রিজের পূর্ব পার্শ্বে অবস্থান নেন। পশ্চিম দিকের গ্রুপটি বিস্ফোরক স্থাপন করেন এবং ফিউজ লাগিয়ে স্টেশনের পূর্ব নির্ধারিত স্থানে চলে আসেন। বিস্ফোরণ হলে ব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত