You dont have javascript enabled! Please enable it! আলাপুর আক্রমণ, হবিগঞ্জ - সংগ্রামের নোটবুক

আলাপুর আক্রমণ, হবিগঞ্জ

চুনারুঘাট থানার শানখালা ইউনিয়নের দুবাইরা আলাপুর গ্রামে পাকিস্তানী বাহিনীর দলালা ওসমান গনির বাড়ি। এই ওসমা গনিই পাকিস্তানী বাহিনীকে শাহজিবাজার থেকে চালচান্দ নিয়ে যায় এবং চা শ্রমিকদের আক্রমণ করে হত্যা করে। এই কুখ্যাত রাজাকার পাশের গ্রামের নাজির হোসেনকে পাকিস্তানী বাহিনী দিয়ে হত্যা করায়। ৩ নম্বর সেক্টরের হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে ওসমান গনিকে ধরে নেয়ার জন্য। নির্দেশ অনুযায়ী মুক্তিযোদ্ধারা চুনারুঘাট এসে অবস্থান গ্রহণ করে। খবর নিয়ে বাড়ি থেকে ওসমান গনিকে ধরে নিয়ে যায় এবং তার শাস্তি হিসেবে হত্যা করে রাস্তার মধ্যে ফেলে রাখে। পাকিস্তানী প্রভুরা তাকে বাঁচাতে পারেনি। এটি একটি সফল গেরিলা আক্রমণ ছিল।
[৬৩] মাহফুজুর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ ষষ্ঠ খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত